যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৪ হাজার কিলোমিটার দূরের ভারতের তামিলনাড়ুর থুলসেন্দ্রপুরম গ্রাম এখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে ঘিরে প্রার্থনা ও পূজার আয়োজন করেছে। গ্রামটি কমলা হ্যারিসের নানার জন্মস্থান, তাই তাকে নিজেদের মেয়ে হিসেবে দেখে গর্ববোধ করছে এখানকার মানুষ।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কমলা হ্যারিসের জয় কামনা করে গ্রামবাসী স্থানীয় দেবীর কাছে পূজা করছেন। সেই সঙ্গে চলছে মিষ্টি বিতরণ ও নির্বাচনী পোস্টার লাগানোর উৎসব। গ্রামটির এক রাজনীতিবিদ এম মুরুকানন্দন বলেছেন, “তিনি জয়ী হন বা পরাজিত, তাতে কিছু যায় আসে না। কমলার প্রার্থিতা আমাদের গর্বিত করেছে।”
কমলার মা শ্যামলা গোপালান চেন্নাইয়ে জন্মগ্রহণ করে বড় হন এবং ১৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রে স্কলারশিপ নিয়ে চলে যান। সেখানেই কমলা ও তার বোনের জন্ম। ছোটবেলায় একবার থুলসেন্দ্রপুরমে আসা ছাড়া কমলা হ্যারিসের ভারতে আর যাওয়া হয়নি।
গ্রামের মানুষদের একটাই প্রত্যাশা—যদি কমলা হ্যারিস জয়ী হন এবং একবার তাদের গ্রামের কথা উল্লেখ করেন, তবে তারা সম্মানিত বোধ করবেন। যদিও সেখানে তার কোনো নিকট আত্মীয় আর থাকেন না, তবে তার নানার স্মৃতি এখনো এক মন্দিরে সংরক্ষিত আছে, যা থুলসেন্দ্রপুরমের মানুষদের গর্বের অংশ।