তোমরা সত্যকে মিথ্যের সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। @@ surah baqara ayat 42 Al Quran 2:42 @@

কাকরাইল মসজিদে জুবায়েরপন্থী’দের ঘোষণা: ১০ জানুয়ারি বিক্ষোভ

কাকরাইল মসজিদে জুবায়েরপন্থীদের ঘোষণা: ১০ জানুয়ারি বিক্ষোভ
কাকরাইল মসজিদে শনিবার সংবাদ সম্মেলন করেন জুবায়েরেরপন্থীরা ছবি: বিডিনিউজ২৪

কাকরাইল মসজিদে জুবায়েরপন্থী হিসেবে পরিচিত মাওলানা নাজমুল হাসান কাসেমী, শনিবার এক সংবাদ সম্মেলনে তাদের পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ জানুয়ারি সারাদেশে বিক্ষোভ মিছিল এবং ২৫ জানুয়ারি আলেমদের নিয়ে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হবে।

কাকরাইল মসজিদে জুবায়েরপন্থীদের সংবাদ সম্মেলন

গত ১৭ ডিসেম্বর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের এবং মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এই প্রাণঘাতী সংঘর্ষের পরিপ্রেক্ষিতেই জুবায়েরপন্থিরা সরকারের কাছে দোষীদের শাস্তির দাবি জানিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। ‘ওলামা-মাশায়েখ বাংলাদেশ এবং দাওয়াত ও সাথিবৃন্দ’ ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক

জুবায়েরপন্থিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তুরাগ তীরের সংঘর্ষে যারা মুসল্লিদের রক্তে হাত রঞ্জিত করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে। এছাড়া, সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধ করারও জোরালো দাবি জানানো হয়েছে

বিশ্ব ইজতেমা ২০২৫ কবে?

জুবায়েরপন্থিরা জানায়, প্রথম পর্বের বিশ্ব ইজতেমা ২০২৫, শুরু হবে ৩১ জানুয়ারি থেকে । ইজতেমার জন্য প্রস্তুতি চলছে পুরোদমে।

“দ্বিতীয় পর্বের যে ঘোষণা, ১৭ ডিসেম্বরের পরে সেই পরিস্থিতি পাল্টে গেছে। সেদিন হত্যাকাণ্ডের পরে যাদের হাত মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে; তাদের আসলে সেখানে ইজতেমা করার কোনো নৈতিক অধিকার থাকে না।”

বিশ্ব ইজতেমা ময়দানের দখল নিয়ে সংঘর্ষ

১৭ ডিসেম্বর ২০২৪ তারিখ, সংঘর্ষের দিন নিহত হন অন্তত তিনজন; আহত হন বেশ কয়েকজন। প্রাণহানির ঘটনায় জুবায়েরপন্থিরা নতুন করে আলোচনায় যেতে অস্বীকৃতি জানান। মাওলানা নাজমুল হাসান কাসেমী সংবাদ সম্মেলনে সাদ কান্ধলভির বিতর্কিত ভূমিকার সমালোচনা করেন। তার উগ্রতাপূর্ণ কার্যকলাপ ও অনুসারীদের বিশৃঙ্খল আচরণের কারণে দাওয়াত ও তাবলিগের মতো একটি পবিত্র কাজ সমস্যায় পড়েছে বলে অভিযোগ করা হয়। আরো জানুনঃ থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে ইসলাম কি বলে?

দুই পক্ষের বিরোধের ইতিহাস

২০১৯ সালে তাবলীগ জামাতের মধ্যে সাদপন্থি এবং জুবায়েরপন্থি অনুসারীদের মধ্যে বিরোধ শুরু হয়। এর আগে বিশ্ব ইজতেমা এক মঞ্চে অনুষ্ঠিত হত। মতভেদের কারণে এখন দুই ধাপে ইজতেমা হয়।

কাকরাইল মসজিদে জুবায়েরপন্থীদের পরবর্তী কর্মসূচি ঘোষণা 

জুবায়েরপন্থিরা জানিয়েছে, তাদের দাবি পূরণে যদি সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে ওলামা সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

FAQs

  1. জুবায়েরপন্থীরা কবে বিক্ষোভ অনুষ্ঠিত হবে?
    ১০ জানুয়ারি, ২০২৫ সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে জুবায়েরপন্থীদের পক্ষ থেকে।
  2. কেন জুবায়েরপন্থিরা আন্দোলনে নেমেছে?
    তুরাগ তীরে সংঘর্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করতে এবং সাদপন্থিদের নিষিদ্ধ করতে তারা আন্দোলনের ঘোষণা দিয়েছে।
  3. ওলামা সম্মেলন কবে হবে?
    ২৫ জানুয়ারি আলেমদের নিয়ে ওলামা সম্মেলন হবে।
  4. বিশ্ব ইজতেমা ২০২৫ প্রথম পর্ব কবে শুরু হবে?
    ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে।
  5. কেন সাদপন্থিদের নিষিদ্ধের দাবি জানানো হচ্ছে?
    সাদপন্থিদের উগ্র ও বিশৃঙ্খল কার্যকলাপের কারণে তাবলিগ জামাতের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!