অভিনেত্রী তানিয়া বৃষ্টি সম্প্রতি একটি নাটকের জন্য আবারও প্রশংসা কুড়ালেন তানিয়া। ‘চোখটা আমাকে দাও’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার ভীষণ প্রিয় একটি নাটক।’
নাটকটিতে তিনি একজন পতিতার চরিত্রে অভিনয় করেন। নাটকটি প্রকাশিত হওয়ার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন এ অভিনেত্রী। এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। এমন চরিত্র করতে পেরে বেশ উচ্ছ্বসিত তানিয়া। চরিত্রটিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল তার। পরিচালক সাগড় এর নির্দেশনায়, আগেও বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছে তানিয়া বৃষ্টি। নাটকটির সফলতায় তানিয়া বৃষ্টি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সহশিল্পী জোভানের প্রতি এবং পুরো ইউনিটকে। ’
এ নাটকের জন্য দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছেন এ অভিনেত্রী। নির্মাতারাও প্রশংসা করছেন। আগামীতে আরও ভালো ভালো অন্যরকম গল্পের প্রতি মনোযোগ থাকবে বলেও আশাবাদী তিনি।
ট্যাগঃ তানিয়া বৃষ্টি, চোখটা আমাকে দাও, বাংলা নাটক, Bangla natok, ভাইরাল