তোমরা সত্যকে মিথ্যের সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। @@ surah baqara ayat 42 Al Quran 2:42 @@

Singham Again

Singham Again
Singham Again

Singham Again এর ট্রেইলার লঞ্চ

চলে এলো Rohit Shetty র Singham Again এর ট্রেইলার। ইন্ডিয়ার ফ্লিম ইন্ডাস্ট্রির সবচেয়ে লম্বা ট্রেইলার ওয়ালা মুভি। ছবিতে আছেন বলিউড এর সব বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রিরা ( নেই শুধু ০২ খান)

পূর্বের কিস্তি দুইটি Singham মুভি বক্স অফিসে ভালোই সাফল্য অর্জন করেছিলো। তবে Ajay Devgan এর ডান্সিং নিয়ে বরাবরি ট্রল করা হয়।
হিন্দি মুভিতে মুসলমানদের ভিলেন চরিত্রে দেখানো একেবারেই ডাল-ভাত। Singham Again মুভিতে আছে এবার Ranbir. তাও আবার রাবন চরিত্রে। এবারের Singham ছবি পুরোটাই রামায়ন এর উপর বেস করে। মূল চরিত্র রামে দেখা যাবে Ajay কে।

রাম এর স্ত্রী সীতা ওরফে Kareena kapoor এর দেখা মিলবে অপহরণকাণ্ডে ( Kajal agarwal নাই এবার)। ভাবুন তো, বনবাস থেকে ফিরে Ramachandra আর ধনুক-তীর নিয়ে ঘোরেন না। এখন হাতে পুলিশি হ্যান্ডকাফ আর শক্ত লাথি—যা দিয়ে লোকজনকে সোজা সাইজ করা যায়!

আধুনিক Ravan: “Danger Lanka” র Arjun Kapoor

আর সেই Ravan হলেন **Arjun Kapoor** Lanka / লংকা এবার আর ভয়ংকর কোন গুহা নয়। এটা হল “Danger Lanka”, যা আসলে এক দারুণ ফাইভ-স্টার বাঙ্কার, যেখানে Wi-Fi, সহ সব সুযোগ সুবিধা পাওয়া যাবে। আর এই Ravan এর দশটা মাথা নয়, বরং তার দশটা আলাদা আলাদা ব্যবসা আছে। একদিকে চলছে Sita অপহরণ , আর অন্যদিকে চলছে Singham বনাম Danger Lanka র দুর্ধর্ষ লড়াই!

অন্যান্য চরিত্র

এই যুদ্ধ তো একা Singham র পক্ষে সম্ভব নয়। আর তাই, তাকে সঙ্গ দিতে হাজির **Tiger Shroff**—Lakshmana র রূপে! আর **Ranveer Singh** হচ্ছেন আধুনিক Hanuman, যার চরিত্র হবে Vale rao! তাতে **Akshay Kumar** আছেন Jatayu র রূপে, প্রতিবারের মত হেলিকপ্টারে ঝুলে ঝুলে এন্ট্রি নেয়া নায়ক। সাথে আছে, Deepika Padukone।

Rohit shetty ফিল্ম মানেই গাড়ি আকাশে, নায়ক বাতাসে আর ভিলেন পালাচ্ছে। Singham Again এর ট্রেইলার লঞ্চে উপস্থিত ছিলো বড় বড় নায়ক নায়িকা প্রডিউসারদের। গুঞ্জন রটছে এ মুভিতে Chulbul Pandey বা সালমান খান এর ও ক্যামিও থাকবে। এখন তিনি Sikandaar মুভির শুটিং এ ব্যস্ত আছেন।

সালমান খান এর Kick 2

ট্যাগঃ Singham Again, Ajay, Singham, Deepika, Raanbir, Raavan, Ramayan, Salman khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *