সাম্প্রতিক হাসনাত আব্দুল্লাহ’র ফেসবুক পোস্ট, সবার ফেসবুক ফিডে। পোস্টে তিনি দাবি করেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ পুনর্বাসনের জন্য একটি গোপন পরিকল্পনা হচ্ছে। এখানে বিরোধিতা করলে, ক্যন্টনমেন্ট অথবা জেনারেল ওয়াকার উজ জামান এর পক্ষে বলা হয়,
“ইউ পিপল নো নাথিং। ইউ ল্যাক উইজডোম এন্ড এক্সপিরিয়েন্স। উই আর ইন দিজ সার্ভিস ফর এটলিস্ট ফোর্টি ইয়ার্স।তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ‘ইনক্লুসিভ’ ইলেকশন হবে না।”
মূল ঘটনা
হাসনাত আব্দুল্লাহ’র ফেসবুক পোস্ট অনুযায়ী ১১ই মার্চ, দুপুর ২:৩০, তিনি নিজে এবং আরো ২ জনকে ক্যান্টনমেন্ট থেকে উপস্থাপন করা হয়েছিল আওয়ামী লীগকে পুনর্বাসিত করার পরিকল্পনা। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, এবং তাপসকে সামনে রেখে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে আলোচনা চলছে। আসন সমঝতার বিনিময়ে রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে, তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে।
এ প্রস্তাবের বিরুদ্ধে ছাত্রদের দল তৎক্ষণাত বিরোধিতা করে এবং পুনর্বাসনের পরিবর্ত আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করতে অনুরোধ জানায়। এর উত্তরে আমাদের বলা হয়, আওয়ামী লীগকে ফিরতে কোন ধরণের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে, তার দায়ভার আমাদের নিতে হবে এবং ‘আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক’। আলোচনার এক পর্যায় বলি-
যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই,সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন!
পোস্টের শেষ অংশে তিনি নিজের জন্য নিকট ভবিষ্যতে খারাপ কিছু ঘটার সম্ভাবনাও করেন এবং দেশবাসীর উপর তার বিশ্বাসের পুনরাবৃত্তি করেন।
উক্ত বর্ণনার সূত্র হাসনাত আব্দুল্লাহ’র ফেসবুক পোস্ট এবং এ বিষয়ে সেনাবাহিনীর আইএসপিআর এখনো কোন বিবৃতি দেয়নি। এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ কর্তৃক আরো প্রমাণ উপস্থাপন করার আস্থা দেয়া হয়েছে। আরো জানুনঃ আতাউল গণি ওসমানী কেন আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না?
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান কে?
বাংলাদেশ বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, গত ২৩ জুন ২০২৪ সালে বর্তমান সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। তিনি গত ৫ আগস্ট ২০২৪-এ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করেন এবং অন্তবর্তীকালীন সরকারের ঘোষণা দেন।
প্রাথমিক জীবন ও শিক্ষা
জেনারেল ওয়াকার উজ জামান, ১৬ সেপ্টেম্বর ১৯৬৬ সালে শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে লেখাপড়া করেন। এরপর মাস্টার্স সম্পন্ন করেন লন্ডনের কিংস কলেজ থেকে।
সামরিক জীবন
বাংলাদেশ বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান এর বিএ-২৯০২ । তিনি ১৯৮৫ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। ফেব্রুয়ারি ২০১৭ সালে তিনি সেনা সদর দপ্তরের সামরিক সচিবের দায়িত্ব গ্রহণ করেন। ৫ নভেম্বর ২০২৩ তারিখে, তিনি আর্মি সার্ভিস কোরের সপ্তম ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হন এবং ২৩ জুন ২০২৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আরো জানুনঃ সৈনিক পদে নিয়োগ ২০২৫: যেভাবে হবেন গর্বিত সৈনিক
আন্তর্জাতিক মিশন ও সম্মাননা
অ্যাঙ্গোলা ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তি মিশনে সিনিয়র অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন জেনারেল ওয়াকার। তার এই আন্তর্জাতিক মিশনের অভিজ্ঞতা প্রশংসিত । এছাড়া গত ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে টানা তিন বছর বিজয় দিবস প্যারেডের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করে তিনি ‘সেনাগৌরব পদক’ পান। এছাড়া সেনাবাহিনীতে কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য পান ‘অসামান্য সেবা পদক’।
ব্যক্তিগত জীবন।
সেনাপ্রধান ওয়াকার উজ জামান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফতো বোন জামাতা হন। তার স্ত্রী বেগম সারাহনাজ কমলিকা শেখ হাসিনার ফুফাতো বোন। তিনি দুই কন্যা সন্তানের জনক। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রয়াত সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজুর রহমানের জামাতা, যিনি ২৪ ডিসেম্বর ১৯৯৭ থেকে ২৩ ডিসেম্বর ২০০০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
FAQ
১. বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানের নাম কি?
বাংলাদেশ বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।তিনি ১৮তম সেনাপ্রধান হিসেবে ২৩ জুন ২০২৪ সালে দায়িত্ব গ্রহণ করেন।
২. সেনাপ্রধানের বিএ নম্বর কত?
জেনারেল ওয়াকার উজ জামান এর বিএ-২৯০২।
৩. বর্তমান সেনাপ্রধান শেখ হাসিনার কি হয়?
সেনাপ্রধান ওয়াকার উজ জামান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফতো বোন জামাতা হন। তার স্ত্রী বেগম সারাহনাজ কমলিকা শেখ হাসিনার ফুফাতো বোন।