ঘরের মাঠে Yashasvi Jaiswal-এর অভূতপূর্ব অর্জন
মাত্র ২২ বছর বয়সেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন Yashasvi Jaiswal। ২৬ অক্টোবর, ২০২৪ তিনি Gundappa Viswanath-এর ১৯৭৯ সালের রেকর্ড ভেঙে ২০২৪ সালে সর্বোচ্চ রান (১০৪৮) করার কৃতিত্ব অর্জন করেছেন। ঘরের মাঠে এক বছরে ১০০০ বা তার বেশি রান করা মাত্র দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি ইতিহাস গড়েছেন।
পুনেতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৮ রান করে এই মাইলফলক স্পর্শ করেন এই বাঁহাতি ব্যাটার। ইনিংসে ৬১ বলে ৭৬ রান সংগ্রহ করেন তিনি, যেখানে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা।
২০১৬ সালে Virat Kohli-এর ৯৬৪ রানের রেকর্ড ছিলো সর্বোচ্চ | এর পর ঘরের মাঠে এক বছরে ১০০০ রান ছোঁয়ার মতো আর কোনো ভারতীয় ব্যাটার ছিলেন না। কিন্তু Yashasvi Jaiswal-এর এই অসাধারণ ইনিংস সেই অসম্ভবকেও সম্ভব করলো।
বিশ্বের টপ ছয়জন ব্যাটাসম্যানদের মধ্যে জায়গা পেলেন Yashasvi Jaiswal
বিশ্বের মাত্র ছয়জন ব্যাটার টেস্টে এক বছরে ঘরের মাঠে ১০০০ রান করতে পেরেছেন। এদের মধ্যে Michael Clarke-এর ২০১২ সালের ১৪০৭ রান এখনো সর্বোচ্চ।
রেকর্ডধারী ০৬ জন খেলোয়ার:
– ১৪০৭ রান – Michael Clarke, ২০১২
– ১১২৬ রান – Mohammad Yousuf, ২০০৬
– ১০৫৮ রান – Graham Gooch, ১৯৯০
– ১০৪৭ রান – Gundappa Viswanath, ১৯৭৯
– ১০১২ রান – Justin Langer, ২০০৪
– ১০০০ রান – Yashasvi Jaiswal, ২০২৪
India-র ঘরের মাঠে চলতি বছর আর বেশি টেস্ট না থাকায় Michael Clarke-এর রেকর্ড ভাঙা হয়তো কঠিন হবে। তবে এটুকু নিশ্চিত, টেস্ট ক্রিকেটে Yashasvi Jaiswal-এর অবিশ্বাস্য যাত্রা কেবল শুরু হলো এবং সামনে আরও অনেক ইতিহাস গড়ার সুযোগ অপেক্ষা করছে।