অবসরে গেলেন এসবি প্রধান মো শাহ আলম

এসবি প্রধান এর অবসর
এসবি প্রধান এর অবসর

এসবি প্রধান এর অবসর

স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান মো: শাহ আলম গতকাল 03 অক্টোবর 2024 তারিখে অবসর গ্রহণ করেন | স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরর জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ এর সাক্ষরিত প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয় | জনপ্রশাসন আইন 2018 এর 43(1) ধারা অনুযায়ী অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) মোঃ শাহ আলমকে অবসরে পাঠানো হয়েছে | কারণ দর্শানো হয়েছে তার বয়স 59 পূর্ণ হয়েছে |

এসবি প্রধান এর অবসর
এসবি প্রধান মো শাহ আলম

এ বছর 13 আগস্ট, তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন | তার চাকুরিজীবনে তিনি রেলওয়ে পুলিশের মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবেও দায়িত্ত পালন করেছেন | তিনি 20 জানুয়ারি 1991 সালে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *