গাজীপুরে আন্দোলন

গাজীপুরে আন্দোলন
গাজীপুরে আন্দোলন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন গাজীপুরে শ্রমিকেরা। চাকরিতে পুনর্বহাল ও নিয়োগসহ বিভিন্ন দাবিতে তাদের আজকের অবস্থান। এ আন্দোলনে মহাসড়ক বন্ধ হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এই পরিস্থিতিতে অন্তত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ সকাল সাড়ে আটটার দিকে ভোগরা এলাকায় শতাধিক শ্রমিক জড়ো হয়ে চাকরির দাবিতে ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে বিক্ষোভ-মিছিল করেন। তাদের এ আন্দোলনে সাড়া দেয়ার জন্য কারখানার শ্রমিকদের আহবান জানান। তাদের সাড়া না পেয়ে এ আন্দোলন আরো তীব্র হয়। আন্দোলনকারীরা ইট-পাটকেল ছুড়ে মারেন।

বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, গাজীপুরের বেশিরভাগ কারখানার সামনে লেখা আছে ‘শ্রমিক নিয়োগ বন্ধ’। প্রতি মাসের ১–৫ তারিখ পর্যন্ত প্রতিটি কারখানার সামনেই শত শত শ্রমিক চাকরির জন্য ভিড় করে থাকেন। শ্রমিক নিয়োগ বন্ধ লেখা থাকলেও গোপনে নারী শ্রমিকদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে দাবী তাদের। পুরুষ শ্রমিকেরা অযথা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করেন—এমন অভিযোগে তাঁরা পুরুষ শ্রমিকদের নিয়োগ দিচ্ছেন না।

চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর এলাকার কারখানাগুলোতে শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা ছুটি দেওয়ার পর বেশিরভাগ শ্রমিক বাসায় চলে যান। কিছু শ্রমিক এ বিক্ষোভে যোগ দেন। সকাল সাড়ে আটটা থেকে ১১টা পর্যন্ত গাজীপুরে প্রায় ১০টি কারখানা ছুটি দেওয়ার খবর পাওয়া গেছে।

বিক্ষুব্ধ শ্রমিক আলিম হোসেন বলেন, ‘আশপাশের যে কারখানায় যাবেন, দেখবেন সামনে লেখা আছে—লোক নিয়োগ বন্ধ আছে। অথচ তারা গোপনে লোক নিয়োগ করছে।’ -প্রথম আলো

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার সারোয়ার আলম সংবাদমাধ্যমকে বলেন,

চাকরিসহ বিভিন্ন দাবিতে পোশাক কারখানার বেশ কিছু শ্রমিক বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করেছেন। সকাল থেকে ১০-১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *