আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ দিন জন্মদিন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো ইউনিটই কোনো অনুষ্ঠান পালন করবে না। সোমবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ সিদ্ধান্তে দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর মনোভাব প্রদর্শন করেছে বিএনপি।
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৫ আগস্ট নিজের জন্মদিনে কেক কেটে উদযাপন বন্ধ করেন। সে বছর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি জাতীয় নেতাদের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান। তার সেই পদক্ষেপের ধারাবাহিকতায় এবার তারেক রহমানের জন্মদিনেও আনুষ্ঠানিকতা না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
আরো পড়ুনঃ উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া যাচ্ছেন বিদেশ