দুর্গাপুজো ২০২৪

দুর্গাপুজো ২০২৪
দুর্গাপুজো ২০২৪

দুর্গাপুজো ২০২৪

গত বছর ছিল অক্টোবরের শেষে দুর্গাপুজো। এই বছরের শারদীয়া দুর্গা পুজো অক্টোবরের প্রথম দিকে। কবে পড়েছে দুর্গাপুজো এই বছর শীঘ্রই জেনে নিন এবং সেই হিসেবে ঠিক করে নিন, কবে থেকে পুজোর প্রস্তুতি শুরু করবেন।

২০২৪-এ মহালয়া পালিত হয়েছে ২ অক্টোবর বুধবার। সেদিন থেকেই পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হয়েছে দেবীপক্ষের। পরের দিন ৩ অক্টোবর দেবীপক্ষের প্রতিপদ তিথি। আবাঙালি সম্প্রদায় সেদিন থেকে শুরু করবেন শারদীয়া নবরাত্রির পুজো।

শারদীয়া দুর্গাপুজোর নির্ঘণ্ট

  • মহাষষ্ঠী আগামী ৯ অক্টোবর ২০২৪ বুধবার।
  • মহাসপ্তমী আগামী ১০ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
  • মহাষ্টমী আগামী ১১ অক্টোবর ২০২৪ শুক্রবার।
  • মহানবমী আগামী ১২ অক্টোবর ২০২৪ শনিবার।
  • বিজয়া দশমী আগামী ১৩ অক্টোবর ২০২৪ রবিবার।
  1. এই বছর কোজাগরী লক্ষ্মীপুজো পালন করা হবে আগামী ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার।
  2. কালীপুজোর আনন্দে সবাই মেতে উঠবে আগামী ৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার।
  3. ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া পড়েছে আগামী ৩ নভেম্বর ২০২৪ রবিবার।

মহাসপ্তমী বৃহস্পতিবার পড়ায় শাস্ত্রমতে দেবীর আগমন হবে দোলা বা পালকিতে। দোলা বা পালকিতে আগমন হলে সূচিত হয় ভয়ঙ্কর মহামারী, যাতে বিপুল প্রাণহানির আশঙ্কা থাকে। আবার এ বছর বিজয়া দশমী রবিবার পড়ায় এই বছর দেবী ফিরে যাবেন গজ বা হাতিতে। গজ হল দেবীর উৎকৃষ্টতম বাহন, দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্ত্যলোক ভরে ওঠে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে, ভক্তদের মনের ইচ্ছে পূরণ হয়।

দুর্গা পূজা ২০২৪ (Durga Puja 2024), দেবী দুর্গা (Devi Durga), মহালয়া (Mahalaya), পুজো প্যান্ডেল (Puja Pandal), দুর্গা পূজা ( Durga Puja), বিসর্জন (Bisarjan), অষ্টমী (Ashtami), দশমী (Dashami), কুমারী পূজা

One thought on “দুর্গাপুজো ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *