দেশের সকল হাসপাতাল অচল ?

দেশের সকল হাসপাতাল অচল
দেশের সকল হাসপাতাল অচল

দুপুর ১৪০০ ঘটিকা

আজ ০১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বেলা দুইটার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চার দফা দাবীতে সারা দেশের সকল চিকিৎসাকেন্দ্রে ডাক্তারী সেবা বন্ধের ঘোষণা দিয়েছে চিকিৎসকেরা। হামলাকারীদের সনাক্ত, গ্রেফতার ও কর্মস্থলে নিরাপত্তার দাবি চেয়ে এ কর্মসূচিকে তারা বলছেন ‘কমপ্লিট শাটডাউন’।

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও কর্তব্যরত চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তার দাবিতে আজ সকাল থেকে জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে চিকিৎসকদের সাথে আলোচনা করতে চাইলেও, মেলেনি কোন ফলাফল । এরপর চিকিৎসকেরা সারা দেশে কর্মবিরতির আহবান করেন।

এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের সার্জন আবদুল আহাদ। তিনি বলেন, সারা দেশের জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেডিকেল কলেজ হাসপাতালসমূহ এই কর্মসূচির আওতাভুক্ত হবে।

চিকিৎসাসেবা বন্ধ

চিকিৎসকদের চার দফা দাবি হলো—.

  • হাসপাতাল একটি জনসেবামূলক প্রতিষ্ঠান। যেসব ব্যক্তি বা দল এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের চিহ্নিত করা ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের গ্রেপ্তার করা। দ্রুত বিচার আইনের মাধ্যমে তাঁদের শাস্তির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
  • চিকিৎসাকেন্দ্রে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা। এ উদ্দেশ্যে অবিলম্বে দেশের সকল স্বাস্থ্যকেন্দ্রে আমর্ড ফোর্স এর উপস্থিতি নিশ্চিত করা।
  • নিরাপদ নিশ্চয়নের লক্ষ্যে স্বাস্থ্য পুলিশের তত্ত্বাবধানে, রোগীর ভিজিটর (ভিজিটর কার্ডধারী) ব্যতীত বহিরাগত কাউকে কোনোভাবেই হাসপাতাল প্রাংগনে প্রবেশ করতে না দেওয়া।
  • হাসপাতালে রোগীর সেবা প্রদানে অবহেলা দৃষ্টিগোচর হলে, তা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ আকারে জানানো। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *