কিছুদিন আগে নিজের প্রাইভেটকার বিক্রি করেছিলেন ফরিদপুরের এক ব্যক্তি। গত রোববার (৬ অক্টোবর) শরীয়তপুরের জাজিরা এলাকা থেকে সেই গাড়িই চুরি করে ধরা পড়েছেন মো. মেহেদী হাসান (২৬)।
গত মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ফরিদপুরে পুলিশ সুপার মো. আব্দুল জলিল সাংবাদিকদের জানান, গত ২৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে সাইফুল ইসলাম হৃদয় নামে এক ব্যক্তির প্রাইভেটকার গোয়ালচামট ওয়ারলেস পাড়া গ্যারেজ থেকে চুরি হয়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন। পরে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে গত রোববার শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকা থেকে মো. মেহেদী হাসানকে আটক করে।
তিনি আরও জানান, মেহেদী ও তার এক বন্ধু মিলে গাড়িটি কিনেছিলেন। গাড়িটি বিক্রি করলেও মেহেদী একটি চাবি নিজের কাছে রেখে দিয়েছিলেন। সেই চাবি দিয়েই গাড়িটি চুরি করে নিয়ে যান তিনি।
পুুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে মেহেদী প্রাইভেটকারটি চুরি করার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই গতকাল সোমবার ঢাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা