বাংলাদেশে নির্মিত ড্রোন
বাংলাদেশে এবার নিজস্ব কারখানাতেই তৈরি হবে UAV (মনুষ্যবিহীন আকাশযান) বা ড্রোন। দেশের প্রযুক্তি খাতে প্রথমবারের মত বাণিজ্যিকভাবে ড্রোন তৈরীর বড় একটি পদক্ষেপ হাতে নিতে যাচ্ছে স্কাই বিজ লিমিটেড। কোম্পানিটি চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। এই কারখানাতে তৈরীকৃত অত্যাধুনিক ড্রোন আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার প্রচেষ্টায় আছে বাংলাদেশ।
ড্রোন শিল্পে বাংলাদেশের নতুন পথচলা
স্কাই বিজ লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশে বাণিজ্যিক উদ্দেশ্যে ড্রোন তৈরি করার উদ্যেগ নিচ্ছে। এ উদ্যোগটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করার জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে মনে করেন প্রযুক্তিবিদেরা।
বিনিয়োগ ও কারখানা পরিকল্পনা
স্কাই বিজের কারখানা স্থাপনের জন্য প্রায় ৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০০ কোটি টাকা) বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে। দুই একর জায়গাজুড়ে এই কারখানায় ড্রোন উৎপাদন শুরু হলে বছরে প্রায় ১৬৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ড্রোন রপ্তানি হবে বলে আশা করেন কোম্পানি কর্তৃপক্ষ। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩০০ কোটি টাকার সমান।
প্রথম ধাপে ১০টি মডেলের ড্রোন
স্কাই বিজ লিমিটেড তাদের কারখানায় মোট ১০টি মডেলের ইউএভি উৎপাদনের লক্ষ্য নিয়েছে। এর মধ্যে প্রথম দুইটি মডেলের ড্রোন আগামী জানুয়ারিতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে। মূলত অগ্নিনির্বাপণ, সিনেমাটোগ্রাফি, ম্যাপিং এবং সারভেইলেন্স এ র কাজে ব্যবহারের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন ফিক্সড উইং এবং রোটারি উইং ড্রোন তৈরি করা হবে।
স্কাই বিজ লিমিটেড: স্বপ্নের শুরু
স্কাই বিজের যাত্রা শুরু হয় প্রায় দুই বছর আগে, যখন বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক একটি প্রজেক্ট হিসেবে ড্রোন তৈরি হাতে নেয়। স্কাই বিজের ব্যবস্থাপনা পরিচালক জসীম আহমেদ সেই শিক্ষার্থীদের উদ্যোগে যুক্ত হন এবং উৎসাহ প্রদান করেন। বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয় এ বিষয়ে । তারই ধারাবাহিকতায় ২০২৩ সালে স্কাই বিজ লিমিটেড প্রতিষ্ঠা করা হয়।
ভবিষ্যৎ পরিকল্পনা
স্কাই বিজের প্রাথমিক লক্ষ্য হলো অগ্নিনির্বাপণ, পণ্য সরবরাহ, কৃষিক্ষেত্রে কীটনাশক ছিটানো, এবং দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ বিতরণে সাহায্যকারী ড্রোন তৈরি করা। এছাড়া ইউরোপ ও আমেরিকাসহ অন্যান্য উন্নত দেশগুলোতে এই ধরনের ড্রোনের চাহিদা দিন দিন বাড়ছে। বর্তমানে ড্রোন তৈরীর কাচামাল বাইরে থেকে আমদানিকৃত হলেও ভবিষ্যতে তা স্থানীয়ভাবে প্রয়োজনীয় যন্ত্রাংশ উৎপাদন করার পরিকল্পনা স্কাই বিজ কোম্পানির। এ সিদ্ধান্ত দেশের প্রযুক্তি শিল্পকে আরও এগিয়ে নেবে বলে তারা আশাবাদী।
বাংলাদেশের গর্বের একটি প্রতিষ্ঠান
স্কাই বিজের মূল কোম্পানি সুনামকো এটায়ার্স, যার প্রতিষ্ঠাতা জসীম আহমেদ। সুনামকো এটায়ার্স বহুদিন যাবৎ ঢাকা ও ঈশ্বরদী ইপিজেডে বিভিন্ন বস্ত্র ও পোশাক উপকরণ তৈরির কারখানা পরিচালনা করে আসছে।
উপসংহার
স্কাই বিজ লিমিটেড এর ড্রোন তৈরীর উদ্যেগ বাংলাদেশের প্রযুক্তি খাতে মাইল্ফলক হয়ে থাকবে। ড্রোন রপ্তানি দেশের বস্ত্রশিল্পের মত গুরুত্বপূর্ণ হবে বলেও আশা করা যায়।
স্কাই বিজের এই সাহসী পদক্ষেপ প্রমাণ করে যে, দেশীয় মেধা এবং সৃজনশীলতার মাধ্যমে বাংলাদেশও এখন আন্তর্জাতিক প্রযুক্তি বাজারে প্রতিযোগিতায় নামতে সক্ষম।