বাংলাদেশ vs ইন্ডিয়া টেস্ট

বাংলাদেশ vs ইন্ডিয়া টেস্ট
বাংলাদেশ vs ইন্ডিয়া টেস্ট

বাংলাদেশ vs ইন্ডিয়া টেস্ট

বাংলাদেশ পাকিস্তানে দুই টেস্টের সিরিজ জয়ের পর, দেশের ক্রিকেটারদের মনোবল এখন তুংগে। এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ষোল(১৬) সদস্যের দল ঘোষণা করেছে। ষোল সদস্যের দলে প্রথম বারের মতো ডাক পেয়েছে উইকেট কিপার ব্যাটার জাকির আলি অনিক। ইনজুরি জনিত কারণে ছিটকে গেলেন দেশের নির্ভর যোগ্য পেসার শরীফুল ইসলাম।

পাকিস্তানকে ধ্বলধোলায়ের পর ভারতে কাছ থেকে আলাদা সমিহ আদায় করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই টেস্টে বাংলাদেশকে ছোট করে দেখছে না টিম ইন্ডিয়া।

বাংলাদেশ vs ইন্ডিয়া টেস্ট

এর পূর্বে বাংলাদেশ ভারতের সাথে ১৩ টেস্টের ১১ টেস্টেই হেরেছে বাংলাদেশ দল। দুই ড্রর একটি ২০০৭ সালে চট্রগ্রামে, অন্যটি ২০১৫ ফতুল্লায়, দুটিই বৃষ্টির কারণে। সেই পরিসংখ্যান টানলে বাংলাদেশ হতাশার নাম। তবে পাকিস্তান টেস্ট সরিরিজ জয়ের পর বাংলাদেশ আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে।

বাংলাদেশ এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভালো কিছু অপেক্ষা করছে দলটির জন্য।
আগামী ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার চেন্নাই অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট ম্যাচ।
বাংলাদেশ টেস্ট দলে ডাক পাওয়া সদস্যরা হলেন

১/ নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন
২/ অলরাউন্ডার সাকিব আল হাসান;

বাংলাদেশের ১১

১. জাকির হাসান
২. সাদমান ইসলাম
৩. নাজমুল হোসেন (অধিনায়ক)
৪. মুমিনুল হক
৫. সাকিব আল হাসান
৬. মুশফিকুর রহিম
৭. লিটন দাস (উইকেটকিপার)
৮. মেহেদী হাসান মিরাজ
৯. তাসকিন আহমেদ
১০. নাহিদ রানা
১১. হাসান মাহমুদ।

টস জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন টস জিতে বলেছেন, তিনি কন্ডিশন কাজে লাগাতে চান এবং উইকেটের ময়েশ্চারের ফায়দা তুলে নিতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *