মিস ইউনিভার্স থেকে বাদ পরার মূল কারণ:
পানামার হয়ে মিস ইউনিভার্সে অংশগ্রহণকারী ইতালি মোরাকে গ্র্যান্ড ফিনালের কয়েকদিন আগেই প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করে প্রেমিকের সঙ্গে হোটেলে থাকার অভিযোগে তাকে অযোগ্য ঘোষণা করা হয়।
নিয়ম ভঙ্গের অভিযোগ
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, কোনো প্রতিযোগী প্রেমিকের সঙ্গে এক হোটেলে থাকতে পারেন না। কিন্তু ১৯ বছর বয়সী ইতালি মোরা এই নিয়ম ভেঙে মেক্সিকোতে প্রেমিক জুয়ান আবাদিয়ার সঙ্গে আলাদা হোটেল রুমে অবস্থান করছিলেন বলে অভিযোগ ওঠে।
মিস ইউনিভার্স পানামার সাথে বিতর্ক
ইতালি মোরার দাবি, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পানামা মিস ইউনিভার্স আয়োজকরা তাকে যথাযথ পোশাক সরবরাহ করেননি। ফলে তার প্রেমিক ৭ হাজার ডলার খরচ করে ক্যারোলিনা হেরেরার ডিজাইন করা পোশাক কিনে দেন। এমনকি, মোরার মেকআপ ও হোটেল খরচও বহন করেছেন তার প্রেমিক।
আয়োজকদের প্রতিক্রিয়া
এ বিষয়ে মিস ইউনিভার্স পানামার আয়োজকরা জানান, মোরার ব্যক্তিগত ‘অপরাধ’-এর জন্যই তাকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়েছে এবং মিস পানামা খেতাবও বাতিল করা হয়েছে।
গ্র্যান্ড ফিনালে কবে?
আগামী ১৬ নভেম্বর মেক্সিকো সিটিতে মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে ১৩০ জন আন্তর্জাতিক প্রতিযোগীর মধ্যে ইতালি মোরার অংশগ্রহণের কথা ছিল, কিন্তু তাকে এর আগেই প্রতিযোগিতা থেকে বাদ পড়তে হলো।
আরো পরুন : সুইজারল্যান্ডে মুখ ঢাকার ওপর নিষেধাজ্ঞা