রূপগঞ্জে তুলার গুদাম ও সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার যাত্রামুরা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি সুতার কারখানা এবং তুলার গুদাম পুড়ে গেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কাচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ইউনুস পেপার মিলের একটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সৌভাগ্যবশত এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষয়ক্ষতির পরিমাণ
স্থানীয় ব্যবসায়ী রিপন মিয়া জানিয়েছেন, তিনি যাত্রামুরা এলাকায় “ফ্রেন্ডস” নামে একটি সুতার কারখানার মালিক। তার কারখানার পাশেই ছিল উজ্জ্বল নামের এক ব্যক্তির তুলার গুদাম। আগুন প্রথমে উজ্জ্বলের তুলার গুদামে লাগে এবং দ্রুতই তার কারখানায় ছড়িয়ে পড়ে।
রিপন মিয়া বলেন,
“এ অগ্নিকাণ্ডে প্রায় তিন টন সুতা এবং কারখানার মূল্যবান যন্ত্রপাতি পুড়ে গেছে। এতে আনুমানিক ২৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
ফায়ার সার্ভিসের বক্তব্য
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানিয়েছেন, “কাচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। আগুন লাগার প্রকৃত কারণ পরে জানানো হবে।”
কীভাবে আগুন ছড়ায়?
প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ উজ্জ্বলের তুলার গুদামে আগুন ধরে যায়। গুদামে থাকা তুলা দ্রুত দাহ্য হওয়ায় আগুন পাশের সুতার কারখানায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
আরো জানুন:গাজী টায়ার্সে পাওয়া গেল মানব কংকাল !