তোমরা সত্যকে মিথ্যের সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। @@ surah baqara ayat 42 Al Quran 2:42 @@

সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের সর্বশেষ অবস্থান
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা  হেনলি এন্ড পার্টনার্সের ২০২৫ সালের পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান আগের বছরের তুলনায় চার ধাপ উন্নতি করেছে। বর্তমানে ৯৩তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের র‌্যাংকিং। ২০২৪ সালে বাংলাদেশ ছিল ৯৭তম, ২০২৩ সালে ছিল ৯৮তম। তবে বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা মাত্র ৩৯টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন, যেখানে ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৪২টি।

হেনলি এন্ড পার্টনার্স এর কাজ কি?

হেনলি এন্ড পার্টনার্স একটি যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান। এর মূল উদ্দেশ্য বিভিন্ন দেশের পাসপোর্টের শক্তি/র‌্যাংকিং নির্ধারণ করা। যেকোন দেশের পাসপোর্ট দিয়ে কতটি ভিন্ন দেশে ভিসা ছাড়া প্রবেশ করা যায়, সেই তথ্যের ভিত্তিতে র‌্যাংকিং নির্ধারণ করে। বাংলাদেশের টুরিস্টরা যে দেশগুলোতে ভিসা ছাড়া এবং ই-ভিসার মাধ্যমে ভ্রমণ করতে পারবেসঃ সোর্স

বাংলাদেশের পাসপোর্টের র‌্যাংকিং কত?

– ২০২৩: ৯৮তম

– ২০২৪: ৯৭তম

– ২০২৫: ৯৩তম

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোনটি ?

  1. সিঙ্গাপুর – ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশ করা যাবে।
  2. জাপান ও দক্ষিণ কোরিয়া – ১৯০টি দেশে।
  3. ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, স্পেন – ১৮৯টি দেশে।
  4. অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, সুইডেন – ১৮৮টি দেশে।
  5. গ্রিস, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড – ১৮৭টি দেশে।

পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান:

– মালদ্বীপ – ৫২তম (৯৩টি দেশে ভিসামুক্ত)

– ভারত – ৮০তম (৫৬টি দেশে)

– ভূটান – ৮৩তম (৫১টি দেশে)

– বাংলাদেশ – ৯৩তম (৩৯টি দেশে)

– শ্রীলঙ্কা – ৯১তম (৪২টি দেশে)

– নেপাল – ৯৪তম (৩৮টি দেশে)

– পাকিস্তান – ৯৬তম (৩২টি দেশে)

– আফগানিস্তান – ৯৯তম (২৫টি দেশে)

পাসপোর্ট শক্তিশালী হলে কি হবে?

– র‌্যাংকিংয়ে ধারাবাহিক উন্নতি হবে।

– বিভিন্ন দেশ ভ্রমণ করা সহজ হবে।

– আন্তর্জাতিক কূটনীতির উন্নয়ন হবে।

বাংলাদেশের পাসপোর্ট আরও শক্তিশালী করা যাবে কিভাবে?

– আন্তর্জাতিক সম্পর্ক উন্নতির মাধ্যমে।

– ইমিগ্রেশন নীতিতে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে।

– আন্তজার্তিক পর্যায়ে পাসপোর্টের নিরাপত্তা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে।

আরো জানুনঃ ভারতের চেয়ে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট জরুরী যে ৫টি কারনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!