সুইজারল্যান্ডে মুখ ঢাকার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী বছরের জানুয়ারিতে
আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে সুইজারল্যান্ডে পাবলিক প্লেসে মুখ ঢাকার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। এই আইনের আওতায়, কেউ যদি বোরকা বা অন্য কোনোভাবে মুখ ঢাকেন, তাহলে তাকে ১ হাজার ১৫০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় দেড় লাখ টাকা) জরিমানা করা হবে। এ নিষেধাজ্ঞা মূলত ২০২১ সালে একটি গণভোটের মাধ্যমে সুইস জনগণ কর্তৃক অনুমোদিত হয়েছিল।
এই নতুন নিয়মটি “বোরখা নিষিদ্ধ আইন” নামে পরিচিত হলেও এর আওতায় বোরখা ছাড়াও মুখ ঢাকার অন্যান্য উপায়ও নিষিদ্ধ থাকবে। যদিও সুইজারল্যান্ডে খুব অল্পসংখ্যক মানুষ মুখ ঢাকা বোরখা ব্যবহার করেন, এই নিষেধাজ্ঞা মুসলিম কমিউনিটির মধ্যে বিশেষ উদ্বেগ তৈরি করেছে।
যেসব স্থানে মুখ ঢাকার অনুমতি থাকবে
নতুন আইন অনুযায়ী, কূটনৈতিক ও কনস্যুলার এলাকা, ধর্মীয় স্থান, এবং বিমানে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এছাড়া, স্বাস্থ্য, আবহাওয়া, ট্র্যাডিশনাল কারণ, এবং বিজ্ঞাপনের উদ্দেশ্যেও মুখ ঢাকার সুযোগ থাকবে। তবে ব্যক্তিগত সুরক্ষার জন্য মুখ ঢাকা প্রয়োজন হলে কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।
সূত্র:রয়টার্স
আরো পরুন : স্পেনের রাজার উপর কাদা নিক্ষেপ