পটুয়াখালীতে কর্মরত সেনাবাহিনীর সদস্য শাহীন আলম সাত দিনের ছুটির পেয়ে নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন গত ২০২২ সালের ১৫ জানুয়ারি রাতে। পথিমধ্যে রাত হওয়ায় তার বন্ধু ফারহান হাবিবের বাসা সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে রাত্রিযাপন করতে যাচ্ছিল। এ সময় মৌচাক এলাকায় পৌঁছলে ছিনতাইকারী জীবন, সুমন ও জুম্মন অটোরিকশাযোগে এসে শাহীনের গতিরোধ করে।
ছিনতাইকারীরা তার কাছ থেকে মানিব্যাগ, মোবাইল ছিনতাইকালে সে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গত ২১ অক্টোবর সোমবার, দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার আলী হোসেনের ছেলে জীবন (২৫), মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে সুমন মিয়া (২৭) ও একই এলাকার আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া (২৪)। তাদের মধ্যে সুমন মিয়া পলাতক রয়েছে।
সোমবার বিকালে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান রায়ের এ খবর নিশ্চিত করেছেন।
নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে তিনজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ জানান, মামলার রায়ে নিহতের বড় ভাই সাইফুল ইসলাম, এ রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং রায়টি দ্রুত কার্যকর করার দাবি জানান।