ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনে অংশ নিতে বিপুল সংখ্যক আলেম-ওলামা জড়ো হয়েছেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই সম্মেলন বেলা ১টা পর্যন্ত চলবে বলে জানা গেছে।
সম্মেলনের শুরু থেকেই কওমি মাদ্রাসাভিত্তিক আলেমরা একে একে বক্তব্য রাখছেন। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে বসে এবং দাঁড়িয়ে দেশের বিভিন্ন স্তরের ওলামা-মাশায়েখ ও সাধারণ জনগণ তাদের বক্তব্য শুনছেন।
সম্মেলনে শীর্ষ আলেমরা দাবি করেছেন, দেশে ইজতেমা একবারই অনুষ্ঠিত হবে, দ্বিগুণ নয়। পাশাপাশি, ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদে মাওলানা সাদপন্থীদের প্রবেশ নিষিদ্ধ রাখার বিষয়টি উল্লেখ করেছেন তারা।
গত রোববার ৪১ জন বিশিষ্ট আলেম এক বিবৃতির মাধ্যমে এই মহাসম্মেলনের আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বাস ও ট্রাকে মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ সাধারণ জনগণ সম্মেলনস্থলে আসতে শুরু করেন। সকাল ১০টার দিকেই সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের রাস্তাগুলোতে ব্যাপক ভিড় জমে এবং শাহবাগ মোড়ে পুলিশ ব্যারিকেড স্থাপন করে।