লাশের মিছিল থামবে কবে???
গত ০৬ দিনের ইসরায়েলি আগ্রাসনে ২৯ জনের প্রানহানী ঘটেছে গাজা উপত্যকায়। লাশের স্তুপের উপর ও থামছে না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। সোমবার ০২ সেপ্টেম্বর আল জাজিরার বরাতে এ তথ্য আসে “সত্যকন্ঠের” হাতে।
বিমান থেকে গুলি বর্ষনের পাশাপাশি চলছে পদাতিক বাহিনীর অনুপ্রবেশ, লুট ও হত্যা। ভারী অস্ত্রে সজ্জিত হয়ে সব জায়গায় অভিযান চালাচ্ছে নেতানিয়াহুর সন্ত্রাসীরা। চলমান আগ্রাসন এর কারনে সর্বস্ব হারিয়েছে অসংখ্য। জেনিন, নাবলুস এর শরণার্থী শিবিরগুলোও ছাড় পায়নি এ হামলা থেকে।
নিহতের পাশাপাশি হতাহতের সংখ্যাও বেড়ে চলছে দিনকে দিন। জেনিনে অবস্থানরত দের কাছে নেই বিদ্যুৎ ও পানি। আক্রমনের মুখে প্রতিরোধ গড়ে তুললেও ফলাফল রক্তাক্ষয়ী ছাড়া ভিন্ন কিছু হয়না।
গত ৭ অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েল আগ্রাসন জোরদার করায় ৫শ’ জনের-ও বেশি ফিলিস্তিনিকে নির্মম্ভাবে হত্যা করা হয়েছে। গত ১১ মাসে গাজায় ফিলিস্তিনি নিহত ৪০ হাজার।