গাজায় ০৬ দিনে নিহত বেড়ে আজ ২৯ জন

গাজায় ০৬ দিনে নিহত ২৯
গাজায় ০৬ দিনে নিহত ২৯

লাশের মিছিল থামবে কবে???

গত ০৬ দিনের ইসরায়েলি আগ্রাসনে ২৯ জনের প্রানহানী ঘটেছে গাজা উপত্যকায়। লাশের স্তুপের উপর ও থামছে না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। সোমবার ০২ সেপ্টেম্বর আল জাজিরার বরাতে এ তথ্য আসে “সত্যকন্ঠের” হাতে।

বিমান থেকে গুলি বর্ষনের পাশাপাশি চলছে পদাতিক বাহিনীর অনুপ্রবেশ, লুট ও হত্যা। ভারী অস্ত্রে সজ্জিত হয়ে সব জায়গায় অভিযান চালাচ্ছে নেতানিয়াহুর সন্ত্রাসীরা। চলমান আগ্রাসন এর কারনে সর্বস্ব হারিয়েছে অসংখ্য। জেনিন, নাবলুস এর শরণার্থী শিবিরগুলোও ছাড় পায়নি এ হামলা থেকে।

নিহতের পাশাপাশি হতাহতের সংখ্যাও বেড়ে চলছে দিনকে দিন। জেনিনে অবস্থানরত দের কাছে নেই বিদ্যুৎ ও পানি। আক্রমনের মুখে প্রতিরোধ গড়ে তুললেও ফলাফল রক্তাক্ষয়ী ছাড়া ভিন্ন কিছু হয়না।

গত ৭ অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েল আগ্রাসন জোরদার করায় ৫শ’ জনের-ও বেশি ফিলিস্তিনিকে নির্মম্ভাবে হত্যা করা হয়েছে। গত ১১ মাসে গাজায় ফিলিস্তিনি নিহত ৪০ হাজার।

One thought on “গাজায় ০৬ দিনে নিহত বেড়ে আজ ২৯ জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *