২০২২ থেকে ২০২৪ বানবাসীদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

২০২২ থেকে ২০২৪ বানবাসীদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

২০২২ থেকে ২০২৪ বানবাসীদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

আসসুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান যা বাংলাদেশের সবোচ্চ বিশ্বস্ত সংস্থার মধ্যে একটি, ২০২২ হতে ২০২৪ সালে বাংলাদেশের সকল প্রাকৃতিক বিপর্যয়ে এ প্রতিষ্ঠানটি তার সর্বোচ্চ প্রচেষ্টায় বিপর্যস্ত মানুষের পাশে দাড়িয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন এর প্রধান শায়খ আহম্মদ উল্লাহ বলেন
“আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালনার জন্য ৯৯.৫% শতাংশ আয় আসে দেশের এবং দেশের বাইরের মানুষের দান থেকে”

 

গত ২১ আগস্ট ২০২৪ তারিখে ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলের কারণে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যার সূচনা ঘটে। পূর্বের মতোই আস-সুন্নাাহ ফাউন্ডেশন এগিয়ে আসে মানুষের পাশে দাড়ানোর জন্য। কোন প্রকার ফান্ডিং ব্যতীত তারা শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে ৫০ কোটি টাকার সমপরিমান খাবার এর অর্ডার প্লেস করে। তাদের ডাকে সাড়া দেয় দেশের ও দেশের বাইরের সকল স্তরের লোকজন।

 

শুধু ব্যবসায়ী বা মুসলমান নয়, অনেক হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীরাও বিশ্বাসের পাত্র হয়ে হঠে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
এখন পর্ন্ত প্রায় ১০০ কোটি টাকার বন্যা দুগত ত্রান মানুষের কাছে পৌছানোর পরিকল্পনা সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। যার মধ্যে রয়েছে ২-৩ হাজার মেট্রিক টন খাদ্যদ্রব্য।

 

বন্যা দুর্গত মানুষের জন্য তাদের কাযক্রম :
– ২ থেকে ৩ হাজার মেট্রিক টন শুকনা খাদ্যদ্রব্য।
– ৩৭ মেট্রিক টন ভূষি (গরুর খাবার)
– স্যানেটারী ন্যাপকিন
কাপড়
– বিভিন্ন স্তরের মানুষের জন্য নগদ অর্থ
– বন্যা পরবতী সাবলম্বী হওয়ার জন্য গবাদিপশু বিতরন
২০২২ থেকে ২০২৪ বানবাসীদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন
আসসুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান যা বাংলাদেশের সবোচ্চ বিশ্বস্ত সংস্থার মধ্যে একটি, ২০২২ হতে ২০২৪ সালে বাংলাদেশের সকল প্রাকৃতিক বিপর্যয়ে এ প্রতিষ্ঠানটি তার সর্বোচ্চ প্রচেষ্টায় বিপর্যস্ত মানুষের পাশে দাড়িয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন এর প্রধান শায়খ আহম্মদ উল্লাহ বলেন
“আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালনার জন্য ৯৯.৫% শতাংশ আয় আসে দেশের এবং দেশের বাইরের মানুষের দান থেকে”

 

গত ২১ আগস্ট ২০২৪ তারিখে ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলের কারণে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যার সূচনা ঘটে। পূর্বের মতোই আস-সুন্নাাহ ফাউন্ডেশন এগিয়ে আসে মানুষের পাশে দাড়ানোর জন্য। কোন প্রকার ফান্ডিং ব্যতীত তারা শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে ৫০ কোটি টাকার সমপরিমান খাবার এর অর্ডার প্লেস করে। তাদের ডাকে সাড়া দেয় দেশের ও দেশের বাইরের সকল স্তরের লোকজন।

শুধু ব্যবসায়ী বা মুসলমান নয়, অনেক হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীরাও বিশ্বাসের পাত্র হয়ে হঠে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
এখন পর্ন্ত প্রায় ১০০ কোটি টাকার বন্যা দুগত ত্রান মানুষের কাছে পৌছানোর পরিকল্পনা সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। যার মধ্যে রয়েছে ২-৩ হাজার মেট্রিক টন খাদ্যদ্রব্য।

 

বন্যা দুর্গত মানুষের জন্য তাদের কাযক্রম :

  • ২ থেকে ৩ হাজার মেট্রিক টন শুকনা খাদ্যদ্রব্য।
  • ৩৭ মেট্রিক টন ভূষি (গরুর খাবার)
  • স্যানেটারী ন্যাপকিন
  • কাপড়
  • বিভিন্ন স্তরের মানুষের জন্য নগদ অর্থ
  • বন্যা পরবতী সাবলম্বী হওয়ার জন্য গবাদিপশু বিতরন

আরো বিস্তারিত জানতে চোখ রাখুন সত্যকন্ঠের ওয়েবসাইটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *