তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের ২য় দিনের আন্দোলন তীব্র, সড়ক ও রেলপথ অবরোধের ফলে ভোগান্তি
ঢাকা: সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচি কলেজের ক্যাম্পাসে, মূল ফটকের কাছে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা “টিইউ টিইউ”, “অধ্যক্ষ না ভিসি” স্লোগান দিয়ে তাদের দাবি তুলে ধরছেন। পাশাপাশি কলেজের বাইরেও পুলিশ মোতায়েন রয়েছে।
গতকাল (১৮ নভেম্বর) শিক্ষার্থীরা একযোগে সড়ক ও রেলপথ অবরোধ করেন। প্রায় সাড়ে চার ঘণ্টা অবরোধের পর তারা আড়াই ঘণ্টা বিরতি দেন, কিন্তু সন্ধ্যায় আবার সড়ক অবরোধ শুরু করেন। এই আন্দোলনের অংশ হিসেবে তারা ঘোষণা দিয়েছেন যে, মঙ্গলবার অবধি ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাবেন এবং আলোচনার মাধ্যমে কোনো ইতিবাচক ফলাফল না আসা পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখবেন।
পুলিশের সতর্ক অবস্থান ও শিক্ষার্থীদের দাবি
ঘটনাস্থলে উপস্থিত উপপুলিশ কমিশনার এ এফ এম তারিক হোসেন খান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থায় রয়েছে। তিনি আরো জানান, পুলিশ চায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে তাদের কর্মসূচি পালন করুক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখবে।
শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা এবং যানজট
গতকাল শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ঢাকা শহরের যান চলাচল স্থবির হয়ে পড়ে। মহাখালী উড়ালসড়ক ও বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। উল্লেখযোগ্যভাবে, অবরোধের শুরুতে শিক্ষার্থীরা কমলাপুরগামী একটি ট্রেন দ্রুতগতিতে মহাখালী রেলক্রসিং অতিক্রম করার চেষ্টা করে। এর পরপরই শিক্ষার্থীরা ট্রেনে পাথর ও ইটপাটকেল নিক্ষেপ করেন, যার ফলে ট্রেনে থাকা কয়েকজন যাত্রী আহত হন এবং ট্রেনের জানালার কাচ ভেঙে যায়।
আরো জানুন: Honours 1st Year Result 2024: সহজ উপায়ে চেক করার গাইড