বাংলাদেশেী মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিয়ে নিশ্চিত হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি গায়ে হলুদ এবং ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। খবরটি পরিবারের ঘনিষ্ঠজনেরা বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন সম্পর্কের পর এবার বিয়ের পিড়িতে বসার সিদ্ধান্ত নেন এই অভিনেএী।
মেহজাবীন চৌধুরীর স্বামী কে?
পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই। তারা একসঙ্গে কাজ করেছেন নাটক, বিজ্ঞাপন এবং সিনেমায়। মেহজাবীন নিজে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কোন তথ্য প্রকাশ করেননি। জুটির ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, “আমরা বিয়ের দাওয়াত পেয়েছি, তবে আরও কিছু জানাতে পারছি না। যা জানানোর তারাই জানাবে”
এই দুই তারকাকে একসঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দেখা গেছে । কখনও ব্যক্তিগত সফরে, কখনও শুটিং বা চলচ্চিত্র উৎসবে। তবে তারা সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। বরাবরই মুচকি হেসে উড়িয়ে দিয়েছেন এই প্রশ্নকে।
Mehazabien Chowdhury Husband
জনপ্রিয় এই অভিনেত্রীকে নিয়ে আদনান আল রাজীব বলেন, মেহজাবীনের চেয়ে ভালো কারও সঙ্গে তাঁর পরিচয় হতে পারত না। তিনি তাঁর জীবনের সেরা একটি অংশ। ২০২৩ সালে আনন্দবাজার পত্রিকা ‘দীর্ঘ সম্পর্কে একঘেয়েমি, শরীর ভালো রাখতে “ফ্লার্ট” করুন অন্য কারও সঙ্গে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে রাজীব মন্তব্য করেন, ‘এ ব্যাপারে আপনার কী মতামত?’
মেহজাবীন তার উত্তরে মজা করে লিখেছিলেন,
“সামনাসামনি বোঝাব…দেখা করো আমার সঙ্গে।”
এক সাক্ষাৎকারে রাজীব বলেন, “মেহজাবীন আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।” তিনি আরও জানান, তার পরিবার মেহজাবীনকে পছন্দ করে। বিনোদন জগতে প্রতিক্রিয়া সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এই বিয়ের খবরে আনন্দ প্রকাশ করেছেন। তারা তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
ক্ষমা চাইলেন মেহজাবীন চৌধুরী
২০২১ সালের ঈদুল আজহায় ‘ঘটনা সত্য’ নাটক নিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি। রুবেল হাসান পরিচালিত এ নাটকে বিশেষ শিশুদের জন্মকে ‘পাপের ফল’ হিসেবে উপস্থাপনের অভিযোগ ওঠে। নাটকটি চ্যানেল আইতে প্রচারের পর সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলে সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আপত্তি ওঠে, পাশাপাশি বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানায়। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মেহজাবীনসহ নাটকের সম্পূর্ণ টিম দুঃখ প্রকাশ করেন। পরে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়।
মিডিয়াতে যাত্রা শুরু কিভাবে?
এই অভিনেত্রী মিডিয়া তে আসেন ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারে বিজয়ী হয়ে। বাংলালিংক এর বিজ্ঞাপনে তার খ্যাতি বৃদ্ধি পায়। মেহজাবিন এর নাটক গুলোর মধ্যে ‘বড় ছেলে’, ‘চম্পা হাউস’, ‘বুকের বা পাশে’, ‘আলো’, ‘লতা অডিও’, ‘চিরকাল আজ’ অন্যতম। এছাড়া তিনি মেরিল প্রথম আলো পুরস্কার (২০১৭, ২০১৮, ২০১৯, ২০২১), সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার (২০১২-২০১৪, ২০১৯-২০২১), বাবিসাস পুরস্কার (২০১৮) পান। আরো জানুনঃ পরীক্ষা ছাড়াই পাস ছাত্রলীগ নেত্রী
এছাড়া বাংলাদেশ পুলিশ উইমেনস নেটওয়ার্ক থেকে ‘আলো’ নাটকের জন্য সম্মাননা গ্রহণ করেন। ২০২০ সালে ‘থার্ড আই’ নাটকের গল্প দিয়ে মেহজাবিন লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন।
মেহজাবীন চৌধুরী-এর সিনেমা
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয় মালতী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মেহজাবীনের। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এই সিনেমাটি নিম্ন-মধ্যবিত্ত এক নারীর সংগ্রামের গল্প তুলে ধরেছে। মজার বিষয় হচ্ছে ছবিটির প্রযোজক ছিলেন হবু স্বামী আদনান আল রাজীব।
মেহজাবীন এখানে ‘মালতী’ চরিত্রে অভিনয় করেছেন, যিনি এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন। সিনেমায় তার সহ-অভিনেতা ছিলেন রিজভী রিজু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী এবং নাদের চৌধুরী।
অন্যান্য তথ্যাবলীঃ
১. মেহজাবিন চৌধুরী উচ্চতা কত?
তার উচ্চতা ১.৬ মিটার বা ৫’২’’।
২. মেহজাবিন চৌধুরীর বয়স কত?
তার বয়স ৩৩ বছর।
৩. মেহজাবিন চৌধুরীর প্রথম নাটক কি?
মেহজাবীন এর প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’।
৪. মেহজাবিন এর পিতা-মাতা কে?
এই অভিনেত্রীর পিতা মহিউদ্দিন চৌধুরী এবং মাতার নাম গাজালা চৌধুরী। মালাইকা চৌধুরী তার বোনের নাম। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়।
৫. মেহজাবিন চৌধুরী বাড়ি কোথায়
জনপ্রিয় এই অভিনেত্রী চট্টগ্রামের হলেও বড় হয়েছেন দুবাইতে।
৬. মেহজাবীন চৌধুরীর বিয়ে কবে?
২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গায়ে হলুদ এবং ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিয়ে।