স্মরন কালের ভয়াবহ বন্যার বানভাসি মানুষের জীবন ধারনের আস্থা এখন আস-সুন্নাহ ফাউন্ডেশন!
আস-সুন্নাহ ফাউন্ডেশন পূর্ণত মানবকল্যাণে নিবেদিত একটি সেবামূলক প্রতিষ্ঠান। আস-সুন্নাহ ফাউন্ডেশন আল্লাহ ও রাসূলের অনুকরণে সত্য ও শান্তির পথে থেকে একটি আদর্শ কল্যাণসমাজ গঠনে কাজ করে। আস-সুন্নাহ ফাউন্ডেশন সময়ে সময়ে দেশের বিভিন্ন অভ্যন্তরীন বিপদগ্রস্থ মানুষের কল্যানে পাশে দাড়িয়েছে। আর এই কারনেই আস-সুন্নাহ ফাউন্ডেশন মানুষের আস্থার জায়গা হয়ে ওঠেছে।
স্মরন কালের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাড়ায় তাদের সর্বোচ্চ সহযোগিতা নিয়ে। একটি বিষয় অবাক করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন নির্দিষ্ট কোন ব্যাক্তি বা সংস্থায় দ্বারা নয় তারা জনগনের আর্থিক সহযোগিতায় পরিচালিত একটি প্রতিষ্ঠান। আস-সুন্নাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বাংলাদেশি ইসলামি পন্ডিত শায়েখ আব্দুল্লাহ। প্রতিষ্ঠিত ২০১৭ সালে…..
বর্তমানে ভয়াবহ বন্যার শুরুর পর থেকে বানভাসি মানুষদের ত্রান সহযোগিতা দিয়ে আসছেন। বন্যার ১০ম দিনেও তারা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের ত্রান বিতরণের বিভিন্ন কার্যক্রমে নানা শ্রেনীপেশার আনুমানিক দুই থেকে আড়াই হাজার মানুষ নিজ উদ্যােগে অংশগ্রহন করে সহযোগিতা করছে।
এই পর্যন্ত বন্যা কবলিত মানুষের সহযোগিতার জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন ত্রানসামগ্রী হিসেবে –
চাল- ৯৯৮ মেট্রিক টন (খরচ – ৫,৫৫,৮০,০০০ টাকা)
ডাল- ২০০ মেট্রিক টান (খরচ – ২,০৩,৬০,০০০ টাকা)
তেল- ২০০ মেট্রিক টান (খরচ- ৩,১৫,৪০,০০০ টাকা)
লবন – ১১২.৫০ মেট্রিক টন (খরচ – ৩,৩০,০০০ টাকা)
খেজুর – ১২০ মেট্রিক টন (খরচ – ৪,৬০,৫০,০০০ টাকা)
চিনি – ২০ টন (খরচ – ২৩,৯১,২০০ টাকা)
চিড়া- ৪০ টন ( খরচ – ২২,৫১,০০০ টাকা)
পানি – ১০) টন (খরচ – ৯,০০০০০ টাকা)
গোখাদ্য (ভূসি) – ৬৭.৩৮ মেট্রিক টন (খরচ – ২৯,০৬,৭৫০ টাকা)
সর্বমোট ১৮৫৭.৮৮ মেট্রিক টন ত্রান সামগ্রী ক্রয় করেন। যার মোট খরচ ১৬ কোটি ৫৮ লাখ ৮ হাজার ৯৫০ টাকা। ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা বলেন বন্যার পানি শুকিয়ে গেলে ১ লক্ষ পরিবারের জন্য ২৫ কেজি করে চাল ত্রান সহয়তা প্রদান করবেন বলেন। সেখানে চাল প্রয়োজন ২৫০০ টন যার জন্য হবে ১৪ কোটি ১৫ লক্ষ টাকা। আগামী ৪ সেপ্টেম্বর থেকে বিতরন কার্যক্রম শুরু করবেন বলে জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা।
তিনি গণমাধ্যমকে জানান বিভিন্ন উৎস থেকে এখন পর্যন্ত তাদের ত্রান তহবিলের টাকা ১০০ কোটির উপরে ছাড়িয়েছে……
গত ২০২২ এর বন্যায় ও আস-সুন্নাহ ফাউন্ডেশন ১৮ কোটি টাকার ত্রান সামগ্রী দিয়ে সহযোগিতা করেন বানভাসি মানুষদের। এছাড়াও চলমান ২০২৪ বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যা পরবর্তী সহযোগিতা হিসেবে ৩০ কোটি টাকা কৃষি এবং ছোট ছোট ব্যবসা খাতে অর্থ সহায়তা প্রদানের পরিকল্পনা হাতে নিয়েছে। বন্যায় গৃহহীন মানুষদের গৃহনির্মাণে ৩০ কোটি টাকা ক্ষতির পরিমানের অবস্থাভেদে মানুষদের অর্থ সহায়তা প্রদান করবে এবং শিক্ষা খাতে ২০ কোটি টাকা খরচ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান বন্যার প্রকপ কমিয়ে আনতে সদূরপ্রসারী পরিকল্পনা কিভাবে করা যায় তার জন্য ফাউন্ডেশনটি কাজ করছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশন তাদের প্রজেক্টসমূহ বাস্তবানয়ের পর খরচের বিবরণী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরে। আর সে কারনেই হয়তো মানুষের আস্থার প্রতীক আস-সুন্নাহ ফাউন্ডেশন