অন্তভর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রাপ্ত মোঃ মাহফুজ আলম কে এই যুবক তার পরিচয় কি???
সদ্য নির্বাচিত ড. মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী মোঃ মাহফুজ আলম। তার অন্য নাম মাহফুজ আবদুল্লাহ। মাহফুজ রামগঞ্জ, লক্ষীপুরের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-২০১৬ শেষনের শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লিয়াজো কমিটির সমন্বয়ক মোঃ মাহফুজ আলম এক বিশেষ চরিত্রে নিজেকে তুলে ধরেছেন। ইতিহাসের শ্রেষ্ঠ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ২০২৪, বাংলাদেশে তার ভূমিকা যেন সিনেমার গল্পকেও হার মানাবে। লোকচক্ষুর আড়ালে তিনি ছিলেন ছাত্র আন্দোলনের লেখক এমনটাই মানুষের মতামত। কারন কোঠা সংস্কার আনদোলনের প্রথম থেকেই তিনি এই আন্দোলনের সাথে অতপ্রোথভাবে জড়িত।
মাহফুজ আলম ব্যক্তিজীবনে করেছেন সিনেমা বিষয়ক ম্যাগাজিন “সিনেযোগ(প্রথম সংখ্যা ডিসেম্বর ২০১৭)” শুধু তাই নয় লিখেছেন “ঢাকা বিশ্ববিদ্যালয় ও সমকালীন জনমত (১৯১১-১৯২১) নামক গবেষণা ধর্মী বই। এর থেকেও গুরুত্বপূর্ন বিষয় হলো কোঠা আন্দোলনের পিছন থেকে মোঃ মাহফুজ আলম গভীরভাবে পিছন থেকে যুগান্তকারী সিদ্ধান্ত দিয়ে আসতেন।
দেশের সকল শ্রেনীপেশার মানুষের মনে একটি প্রশ্ন থেকেই যায় বাংলা ব্লকেড, কমপ্লিট শাট ডাউন, মার্চ ফর জাসটিজ, রিমেম্বারিং দ্যিা হিরোস, মার্চ টু ঢাকা নামে যে কর্মসূচীগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেওয়া হয়েছে সেখানেও সক্রিয় ভূমিকা ছিল মাহফুজ আলমের। শুধু তাই নেয় ফিসবাদ সরকার শেখ হাসিনার পতনের পর অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলিতে কারা থাকবেন সে বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলমের নেতৃত্বে ছয় সদস্যদের গঠনকৃত কমিটির মাধ্যমেই আসছে। এই কমিটি সময়ে সময়ে অন্তভর্তিকালীন সরকারকে যুগান্তকারী পরামর্শের মাধ্যমে সরকার, অংশীজন এবং ছাত্রজনতার সাথে সমন্বয় করে আসছে।
সম্প্রতি তার বক্তব্য অনুযায়ী,
লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে নিজের জায়গা থেকে। তা না হলে ফেসিবাদ এড়ানো সম্ভব নয়, কেননা তার ভাষ্যমতে লাইফ স্টাইলের মাঝেও ফেসজম আছে। তার বক্তব্য অনুযায়ী দৃশ্যমান অবকাঠামো পরিবর্তনের মাধ্যমে ফেসিজম দূর করা পসিবল না ফেসিজম দূর করতে হলে ব্যক্তির ভিতর থেকে দূর করতে হবে।
তিনিও আরো বলেন বাংলাদেশ রাষ্ট্র নিয়ে আমরা যে স্বপ্ন দেখি সেটাকে আরো বড় করে দেখতে হবে। তিনি বলেন বাংলাদেশ রাষ্ট্রকে গ্লাবালী কোথায় দেখতে চান এই বিষয় রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাকে আপনাকেই ঠিক করতে হবে