৫৯ জনের মৃত্যু
৩১ আগস্ট ২০২৪ সন্ধ্যা পর্যন্ত দেশের বন্যা পরিস্থিতিতে মোট ৫৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। শুক্রবারের চেয়ে এ সং্খ্যা পাঁচজন বেড়ে বর্তমান সংখ্যা উল্লেখ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। নতুন যে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তারা সবাই শিশু বলে জানা যায়।
মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ফেনীতে। মন্ত্রনালয়ের হিসেব অনুযায়ী ১১টি জেলার ৬৮টি উপজেলা বন্যাআক্রান্ত হয়েছে। জেলাগুলোর নাম ফেনী, কুমিল্লা, নোয়াখালী,চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, মৌলভীবাজার,ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও হবিগঞ্জ।
জেলা অনুযায়ী মৃত ব্যক্তিরা হলোঃ
ক. ফেনীতে ২৩
খ. কুমিল্লায় ১৪
গ. নোয়াখালীতে ০৯
ঘ. চট্টগ্রামে ০৬
ঙ. কক্সবাজারে ০৩
চ. খাগড়াছড়িতে ০১
ছ. লক্ষ্মীপুরে ০১
জ. মৌলভীবাজারে ০১
ঝ. ব্রাহ্মণবাড়িয়ায় ০১
এছাড়া মৌলভীবাজারে ০১ জিন নিখোঁজ রয়েছেন। বন্যাক্রান্তদের জন্য দেশে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে মোট ৩,৯২৮টি । এ আশ্রয়কেন্দ্রগুলোয় ৩ লাখ ৯৩ হাজার ৩০০ জন মানুষ এবং ৩৫ হাজারের বেশি গবাদিপশুর আশ্রয় মিলেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, হবিগঞ্জ, সিলেটে বন্যা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ছাড়া মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে