শেখ হাসিনা কোথায় জানালেন জয়

শেখ হাসিনা কোথায়
শেখ হাসিনা কোথায় জানালেন জয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। গত দুই মাসে হাসিনার ভারতে অবস্থান নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়।

গতকাল থেকে নতুন করে গুঞ্জন ছড়ায়―তিনি ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের আজমাইনে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা। সেখানে শামীম ওসমানের সাথে অবস্থানের কথাও সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে | শেখ হাসিনার ভারত ছাড়ার এই সংবাদে সারা দেশ এখন উত্তাল, ঠিক তখনি বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
সোমবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় জানান, শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয়।
জয় বলেন,

‘আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন।’

এর আগে সজীব ওয়াজেদ জয় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই।

গত ৩ অক্টোবর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, তার (শেখ হাসিনার) নির্বাচনে অংশগ্রহনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

জয় বলেন,

আমার কখনই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভিন্ন | আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি।

সূত্র কালের কণ্ঠ

আরো পরুন শেখ হাসিনার দেখা মিললো লোধি গার্ডেনে শেখ হাসিনার দেখা মিললো লোধি গার্ডেনে 

২ thoughts on “শেখ হাসিনা কোথায় জানালেন জয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *