বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ৮৬৭ শিক্ষার্থী এখনো চিকিৎসাধীন

ছাত্র আন্দোলনে আহত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ৮৬৭ শিক্ষার্থী এখনো চিকিৎসাধী

জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে ৮৬৭ জন শিক্ষার্থী এখনো সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচসহ দেশের ১০টি সিএমএইচে মোট ২ হাজার ৫৩৩ শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ৮৬৭ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন, বাকিরা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

আইএসপিআর জানায়, গত ১৮ আগস্ট থেকে শুরু হওয়া এই আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সিএমএইচগুলোতে জরুরি ও উন্নত চিকিৎসাসেবা দিয়ে আসছে। আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করে, সেনাবাহিনী দেশের যেকোনো স্থানে আহতদের জরুরি চিকিৎসাসেবা প্রদান করতে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে।

সূত্র: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *