Android Hack

Android Hack
Android Hack

বর্তমানে একটি মানুষের পকেটে টাকা না থাকলেও, মোবাইল থাকতেই হবে। এই আবশ্যিক যন্ত্রটি এখন আমাদের নিত্যদিনের সংগী। যোগাযোগ রক্ষা/কল দেয়া এখন মোবাইলের গৌন কাজ। মূল কাজ হিসেবে জায়গা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার। উল্লেখ্য কাজের মাধ্যমে মোবাইল Hack করা পূর্বের চেয়েও অনেক সহজ হয়েছে।

এপ্রিল ২০২৪, পর্যন্ত ১৮৬ মিলিয়ন মুঠোফোন চলমান বাংলাদেশে ( গুগল )। ইউজার ফ্রেন্ডলি এবং নাগালের মধ্যে হওয়ায়, Android ব্যবহারকারী বেশি। আজকে আলোচনা করবো, কিভাবে আপনার একজন বন্ধু আপনারটি Android ফোন Hack করতে পারে | Android ফোন Hack করতে খুব বেশি একটা ঝামেলা পোহাতে হয় না, যদি না আপনি একটু চালাক হোন। আইফোন এর ক্ষেত্রে সিকিউরিটি একটু বেশি হলেও অসম্ভব না |

কিভাবে Hack করা যায় Android

১. সরাসরি Hackঃ

আপনার বন্ধু রাশেদ’কে দিলেন একটা সেটিং খুজে পাচ্ছেন না বলে। সে কি একটা টিপাটিপি করে বললো পারবে না/ করে দিয়েছে। আসলে সে গিয়েছিলো spy****. c o m এ। আপনার Android Hack হয়ে এর সকল তথ্য তার কাছে থাকবে পরবর্তী ০৫ মিনিটের মধ্যে।

অভিনন্দন, আপনার Android, Hack হয়েছে।

২. ফিশিংঃ

এই পদ্ধতিতে Hack করা মোটামুটি পুরোনো। আপনার বন্ধু রাশেদ, Kick 2 মুভির লিংক পাঠিয়ে বললো
“বন্ধু দেখ নতুন মুভি, সেই”
লিংকে ঢুকে দেখলেন Facbook এর পাসওয়ার্ড চাচ্ছে, দিলেন। একটা মুভিও চলতেছে।

অভিনন্দন, আপনার Android, Hack হয়েছে।

৩. এপ এর মাধ্যমেঃ

ফেসবুক বা ইন্টারনেট এর যেকোনো জায়গায় এখন লোভনীয় অফার পাওয়া যায় | মাত্র ১ ঘন্টা কাজ করে ৫০০ টাকা বুঝে নিন বিকাশে | এমন অনেক অফারের পিছনে থাকে বিভিন্ন হ্যাকার গ্রুপের হাত | তাদের দেয়া লিংক এ গেলে আপনি বুঝতেও পারবেন না কখন আপনার Android এ ম্যালওয়্যার ঢুকে গেছে | আপনার বন্ধু রাশেদ এমন ই একটি লিংক পাঠিয়ে বললো, বন্ধু দেখো আমি তো এই মাত্র ১০০০ টাকা পেলাম | সারাদিনে শুধু ১ ঘন্টা কাজ করছি |

অভিনন্দন, আপনার Android, Hack হয়েছে |

৪. ওটিপি এর মাধ্যমেঃ

মাঝেমাঝেই বিকাশ থেকে প্রতারক নাহিদ আমাদের কল দিয়ে থাকে | অথবা বিদেশ থেকে আমাদের না জানা কেউ পার্সেল পাঠিয়ে থাকে | এমন ফাদে পা দিয়ে মোবাইলে আসা ওটিপি দিয়ে দিলেন |

অভিনন্দন, আপনার Android, Hack হয়েছে |
মনে রাখবেন, যেকোনো টেক কোম্পানী কখনো আপনার পাসওয়ার্ড/ওটিপি জানতে চাইবে না |

৫. প্রাইভেসি প্রটেকশনঃ

মোবাইল এর প্রাইভেসি প্রটেকশন না জানা Android মোবাইলে যেকোনো এপ্লিকেশন ইনস্টল দিলে প্রথমে কিছু পারমিশন চায় | সময় নষ্ট না করে আমরা সবাই এই পারমিশন গুলো দিয়ে দেই | এখানেই অনেক আপত্তি টেক অভিজ্ঞদের | প্রতিটি এপ্লিকেশন এর চাহিদা থাকে ফোন এর কিছু কিছু ফাইল/এক্সেসিবিলিটি এক্সেস করা | গুগল এপ স্টোর এ যেকোনো এপ্লিকেশন সাধারণত নিরাপদ | তবে সতর্ক থাকার ও অবকাশ রয়েছে | নির্ধারিত জায়গা ব্যাতীত অন্য কোন সোর্স থেকে এপ্লিকেশন ইনস্টল করা উচিত না বলে টেক অভিজ্ঞরা পরামর্শ দিয়েছেন |

বোনাস টিপঃ

আপনার পাসওয়ার্ড নিয়মিত চেঞ্জ করুন | প্রতি দুই মাসে একবার পরিবর্তন করার পরামর্শ রইলো | কারণ হ্যাকার আপনার সম্পর্কে জেনেই হ্যাক করার চেষ্টা করবে | আপনার নাম, জন্ম তারিখ, বিশেষ কোন সং্খ্যা, পরিবার বর্গের নাম এগুলা দিয়েই আপনার সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড খূজে পাওয়া সম্ভব | একে বলে Bruteforce Attack

ট্যাগঃ Android, Hack, হ্যাকার, সোশ্যাল মিডিয়া, কিভাবে এন্ড্রয়েড হ্যাক করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *