টসে হেরে Bangladesh বোলিং

Bd vs Ind T-20
Bd vs Ind T-20

সিরিজের প্রথম T-20 টসে হেরে ব্যাটিং পেয়েছে Bangladesh। T-20 অভিজ্ঞতায় India র বর্তমান দলের থেকে ঢের এগিয়ে Bangladesh। সেই অভিজ্ঞতা এবার গোয়ালিয়রে দেখানোর পালা নাজমুল হোসেন শান্তদের।

T-20 ক্রিকেটকে বিদায় দিয়েছেন সাকিব আল হাসান। তাকে ছাড়া এবার নতুন আংগিকে টিম সাজাচ্ছে বাংলাদেশ। Bangladesh অলরাউন্ডারের দায়িত্ব নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। India র বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় ১৫ মাসের বিরতই থেকে ফিরছেন মিরাজ। ২০২৩ সালে সিলেটে আফগানিস্তানের বিপক্ষে খেলার পর আজকে প্রথম ম্যাচ খেলেছেন তিনি। লেগ স্পিনার রিশাদ হোসেন আজ তাকে সংগ দিবেন।

India টিম এর অভিষেক হয়েছে মায়াঙ্কা যাদব ও নিতিশ কুমার রেড্ডির। T-20 তাদের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হওয়ায় তারা আনন্দিত। কারণ, আইপিএলে ১৫৬.৭ কি.মি. গতির বল করে সকলের নজরে এসেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টাসের পেসার মায়াঙ্ক। রেড্ডিও আইপিএল দিয়েই নজর কেড়েছেন।

 

বাংলাদেশ একাদশ-

পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলি অনিক, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

ভারতের একাদশ-

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নিতিশ কুমার রেড্ডি, রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, রিংকু সিংহ, ওয়াশিংটন সুন্দর, বরুন চক্রবর্তী, মায়াঙ্ক যাদব, আর্শদ্বীপ সিং

ট্যাগঃ Bd vs Ind, T-20, বাংলাদেশ ভারত টি-২০, Bangladesh India T-20, সাকিব আল হাসান

আরো পরুনঃ সাকিব কেন অবসরে গেলেন

অবসরে সাকিব

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *