১৫ ঘন্টা ধরে জ্বলছে আগুন

১৫ ঘন্টা ধরে জ্বলছে আগুননারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স নামকগত রোববার আনুমানিক রাত ৯ টার পর ছয়তলা ভবনে লুটপাট করতে আসে দূর্বৃত্তরা। এসময় তারা সিড়িতে উঠার রাস্তায় আগুন দেয় তারা। এ ঘটনায় ভবনের অনেক বাসিন্দা আটকা পরে। সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী উক্ত কারখানার মালিক বলে জানা যায়।

আগুনের ভয়াবহতা মংগলবার ভোর নাগাদ কমানো সম্ভব হয় বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: আলাউদ্দিন। সন্ধ্যার দিকে পুনরায় ভবনে আগুনের শিখা দেখা যায়। উক্ত কর্মকর্তা আশা ব্যক্ত করেন, বিকেল নাগাদ সম্পূর্ণ ভবনের অনুসন্ধান চালানো সম্ভব হবে। কিন্তু পরবর্তীতে পুনরায় আগুন লাগার কারণে তা আর সম্ভব হয় নি।

৪৮ ঘন্টা পার হলেও মংগলবার রাত ৯ টা পর্যন্ত হতাহতের কোন সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করা না হলে জনমনে ভীতির সৃষ্টি হয়। যা রূপ নেয় স্বজনদের ক্ষোভ ও গুজবে। স্বজনরা নিখোজ ব্যাক্তিদের এনআইডি এবং ছবি নিয়ে ঘটনাস্থলে আহাজারি করছিলেন। এ ঘটনায় সাধারণ ছাত্ররা নিজেরা সকলের সহযোগিতার মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরী করে যাতে ১২৬ জনের নাম পাওয়া যায়।

উক্ত উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস এর পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের দেখা যায়। এ ছাড়াও রেড ক্রিসেন্ট সহ, স্থানীয় ছাত্র ও সাধারণ জানাগন এর প্রসংশনীয় অবদান চোখে পরে । গণপূর্ত বিভাগের প্রকৌশলী মতামত দেন ভবনটি এখন খুবই ঝুকিপূর্ণ। আগুনের অতিরিক্ত তাপে ভবনের বিভিন্ন অংশ ভংগুর অবস্থায়। ফায়ার সার্ভিস এর কর্মকর্তারা পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনার পর পরবর্তী কার্যক্রম করা সম্ভব হবে বলে অবগত করেন।